
সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) একটি নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল, ২০ মার্চ, অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের সভায় আসতে পারে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার, ১৯ মার্চ, এ তথ্য নিশ্চিত করেছে। যদি ২৭ মার্চ ছুটি ঘোষণা করা হয়, তাহলে ঈদের ছুটির সময় বাড়বে। ইতিমধ্যে ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি রয়েছে, ফলে সরকারি চাকরিজীবীরা ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাতে সক্ষম হবেন।
এছাড়া, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এই কারণে, যদি ২৭ মার্চ ছুটি ঘোষণা করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা টানা আট দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এ বছর ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে কর্মদিবস মাত্র দুই দিন, যথা ২৭ মার্চ ও ৩ এপ্রিল। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। তবে, যদি কেউ দুই দিনের ছুটি নেয়, তাহলে সেটি টানা ছুটি হিসেবে গণ্য হবে। অন্যদিকে, দুই ছুটির মাঝখানে ঐচ্ছিক ছুটি নেওয়া হলে, শুধুমাত্র ঐ দিনটিই ছুটি হিসেবে গণ্য হবে।
এ ধরনের ছুটি সাধারণত একজন চাকরিজীবী এক বছরে সর্বোচ্চ তিন দিন নিতে পারেন।
ঈদ উপলক্ষে এই দীর্ঘ ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে, যা তাদের পরিবার এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ প্রদান করবে সরকার।