আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা জনাব আব্দুল হাদী আলমাজ্বী জিন্নাহ। আদর্শ নেতার ভুমিকায় বলিয়ান এ নেতা আব্দুল হাদি আলমাজ্বী জিন্নাহ পূর্ব থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিএনপি জামাতের নৈরাজ্য ঘৃন্য যড়যন্ত্রের বিরুদ্ধে নানা আন্দোলন সংগ্রামে রাজপথ থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তৃনমুল থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীর সাথে তার নিভীর সুসম্পর্ক রয়েছে। নির্মল প্রফুল্ল দুরদর্শি কর্মীবান্ধব রাজপথের নেতা হিসাবে সাধারণ মানুষসহ সব পর্যায়ের নেতাকর্মীর কাছে তিনি ব্যপক গ্রহনযোগ্যতা অর্জন করেছেন। দলকে শক্তিশালী সুংগঠিত করা ও দলীয় প্রধানের হাতকে শক্তিশালী করার লক্ষে ব্যপক ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করার লক্ষে নেতাকর্মীকে সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সভা সমাবেশ করে যাচ্ছেন। আওয়ামীগের একতা ঐক্যবদ্ধতা সুনিশ্চিত করার লক্ষে সাধারণ মানুষসহ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে তুলছে। তার দূঢদর্শি নেতৃত্বে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠনে রুপান্তর হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তার নেতৃত্ব সমাজ সেবা ও সংগঠন প্রেমের কারনেই দলীয় নেতাকর্মীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল হাদি আলমাজ্বী জিন্নাকে জয়ী করতে মাঠে ব্যাপক সক্রিয় থাকবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল থেকে শুরু করে উচ্চপর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা সংবাদকে বলেন আওয়ামী লীগ একটি শক্তিশালী ঐতিহ্যবাহী সংগঠন, আমরা বংগবন্ধুর আদর্শ ধারন করে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দল সমর্থক প্রার্থীকে বিজয়ের জন্য আমরা মাঠে সক্রিয় থাকব। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আব্দুল হাদি আলমাজ্বীকে রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে উন্নয়নের বিজয় নিশান উড়াবো ইনশাল্লাহ।
রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল হাদি আলমাজ্বী জিন্না এক নির্বাচনী প্রচারণা জনসভায় বলেন দীর্ঘদিন ধরে দলের সভাপতি হিসাবে সক্রিয় থাকায় প্রতিটি পাড়া মহল্লা অলিগলি আমার নখদর্পনে আছে। কোথায় কোন উন্নয়নের ছোয়া লাগাতে হবে তা আমি অবগত। শুধু তাই নয় রায়গঞ্জ উপজেলার প্রতিটি ঘর প্রতিটি মানুষের জীবনযাত্রা আমি নিভীরভাবে পর্যবেক্ষন করেছি। সমাজের রন্ধেগন্ধে পিছিয়েপড়া অস্বচ্ছল নিন্মবিত্ত মানুষের কল্যানে কাজ করে রায়গঞ্জের প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলাকে মাদক, দুর্নীতি, অনিয়মকে রুখে দিয়ে একটি সুখি সুন্দর স্মাট উপজেলা গড়ে তুলব। এ সময় রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাদি আলমাজ্বী জিন্নাহ দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের কাছে দোয়া আর্শীবাদ ও সহযোগিতা কামনা করেন।

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“border”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}