
কয়ড়ার ফুটবল ঐতিহ্যে অম্লান থাকবে সাবেক দুই ফুটবলার আপন দুই ভাই আসিফ মাসুদ। এক সময়ে বিনোদনের সেরা মাধ্যম ছিল ফুটবল। বিকেল হলেই মাঠ ঘাট প্রান্তরে দুরুম দুরুম শব্দ হত ফুটবলের। সে সময় পাশ্ববর্তী কয়েক অঞ্চলের মধ্যে নামকরা দর্শকনন্দিত অসাধারণ ফুটবল খেলোয়াড় ছিলেন কয়ড়া গোলাপ খানের দুই সন্তান আসিফ ও মাসুদ। সে সময় আসিফ মাসুদ মানেই ফুটবল মাঠে দর্শকদের চিৎকার হাততালি ও টানটান উত্তেজনায় পরিনত হত। দুর্দান্ত বল ডিব্লিং ক্ষমতা, দৌড় পাসিং, কয়েক খেলোয়াড় কে কাটিয়ে সুকৌলে গোলবারের জালে বল আটকানোর প্রবল ক্ষমতা ছিল আসিফ ও মাসুদের। সুদর্শন রংগিন জার্সির সাথে মানানসই আসিফ মাসুদ গোলের জাদুকর ছিলেন। খুব অল্প দিনেই আসিফ মাসুদ হয়ে উঠছিলেন নগর ও শহরের ফুটবল জগতের সেরা খেলোয়াড়। পাশ্ববর্তী ধানঘরা চান্দাইকোনা জোলাগাতী পাংগাসী এমনকি সিরাজগঞ্জের মধ্যে সেরা খেলোয়াড়ে পরিনত হন আসিফ মাসুদ। সে সময় আসিফ মাসুদ প্রচুর হায়ারে ফুটবল খেলতেন। আসিফ মাসুদের ফুটবল খেলা দেখে দর্শক প্রচুর আনন্দ পেতেন এবং চিৎকার ধবনিতে মাঠ মুখরিত করে তুলতেন। শুধু তাই নয় আসিফ মাসুদ যে মাঠে খেলতে যেতেন সে মাঠ কানায় কানায় পুর্ণ হয়ে যেত। ঐসময় আসিফ মাসুদের একটি শক্তিশালী ফুটবল খেলোয়াড় টিম ছিল যাদের সাথে টক্কর দিয়ে খেলার মত কোন দল ছিলনা।
জানাযায় পাশ্ববর্তী ধানঘরা চান্দাইকোনা বগাজোলাগাতী ছাতিয়ানী পাংগাসী ভাতারিয়াসহ কোন গ্রামই তাদের সাথে ফুটবল খেলায় পারতেন না। পুরো ফুটবল কে আয়ত্ব করে নিয়েছিলেন আপন দুই ভাই আসিফ মাসুদ। প্রবীন এক মুরব্বি বলেন আসিফ মাসুদ যেভাবে ফুটবল খেলতেন এমন খেলা আর চোখে পড়েনা। তারা দুই ভাই আসিফ মাসুদ ফুটবলের জাদুকর ছিলেন। আসিফ মাসুদের থেকে কেউ বল ছিনিয়ে নিতে পারত না বরং অন্য খেলোয়াড়ের বল কেড়ে নিয়ে কয়েকজন খেলোয়াড় কে পাশ কাটিয়ে ক্যাচিং এর মধ্যে দিয়ে বল গোল পোস্টে নিয়ে যেতেন এবং কখনোই তাদের দুই ভাইয়ের বল লক্ষভুষ্ট হতো না।
আসিফ মাসুদের পায়ে বল মানেই দর্শক নিশ্চিত হতে পারত এবার গোল হতে চলেছে এবং গোল হত। আসিফ মাসুদের যখন ফুটবল খেলা শীর্ষ অবস্থা তখন তাদের রেকর্ড ভংগের জন্য বিভিন্ন জেলা থেকে নামিদামি খেলোয়াড় আসত কিন্তু আসিফ মাসুদের কাছে তারা পাত্তাই পেতনা অবশেষে তারা স্যালেন্ডার করত।
আসিফ মাসুদ কয়ড়া গ্রামের জন্য সে সময় অহংকার ছিল। ফুটবল আভিজাত্য ও ঐতিহ্য দিয়ে কয়ড়ার মর্যাদা পরিস্ফুটিত করতে তারা সক্ষম হয়েছিল। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আসিফ মাসুদ ফুটবল জগতে দাপটের সাথে রাজত্ব করে গেছে। সে সময় আসিফ মাসুদ মানেই দর্শক হৃদয়ে টানটান উত্তেজনা। আসিফ মাসুদ কয়ড়ার ফুটবল ইতিহাসে এক অনুপ্রেরণা ও বিস্ময়কর নাম। ফুটবল জগতে কয়ড়ার মান উজ্জলে এক অবিস্মরণীয় নাম আসিফ মাসুদ।