
আদালতে অগ্রিম জামিন নিতে গিয়ে কাস্টরিতে গ্রেফতার হয়েছেন গোপালনগর ইউনিয়নের সাহাজিপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শেহুলাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে রাসেল শেখ (৩২)
শিশুপুত্র তাওহীদ (৫) কে হত্যার উদ্দ্যেশ্যে ইয়াভা খাওয়ানোর মামলায় বুধবার (৯ এপ্রিল ) বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আগাম জামিন নিতে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন ৩০৭/৩২৮ ধারার মামলার আসামি রাসেল -বগুড়া জেলা আদালত কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে শেহুলাবাড়ী গ্রামের এক মহিলার ঘরে গভীর রাত্রে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে এবং গ্রামবাসী তাকে ধরে গ্রাম্য শালিশে তাকে শাস্তি প্রদান করে, এতে তাওহীদের পরিবারকে দায়ি করে তাদের নানা ক্ষতি করার চেষ্টা করে আসছিল দীর্ঘদিন ধরে। বিগত ১৯/৩/২০২৪ ইং তারিখে শাহাজিপুর বিদ্যালয়ে ছাত্র শিক্ষক শ্রেণীকক্ষে থাকার সুবাদে নাবালক ৫ বছরের শিশুপুত্র তাওহীদকে ডেকে নিয়ে ছোলা বাদাম খাওয়ানোর কথা বলে কয়েকটি গোলাপি রংগের ইয়াভা ও একগ্লাশ পানি খাইয়ে দেয়। মুহূর্তেই শিশুপুত্র তাওহীদ (৫) রক্তভুমি করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে। গ্রামের মানুষ প্রতিবেশী ও তাওহীদের পরিবার শিশুপুত্র তাওহীদকে ধুনট সরকারি হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক সিরাজগঞ্জ বা বগুড়া হাসপাতালে দ্রুত নেওয়ার জন্য অনুরোধ জানান, সংগে সংগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা পেটে ইয়াভা সনাক্ত করেন এবং ইয়াভা আক্রান্ত বিষক্রিয়া ছাড়পত্র প্রদান করেন।
এ ঘটনায় তাওহীদের পরিবার ধুনট পুলিশ স্টেশনে মামলার রজু করতে আসলে ধুনট থানাপক্ষ প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপে বাদীপক্ষকে কোর্টে মামলা করতে বলেন। নিরুপায় হয়ে বাদীপক্ষ জেলা বগুড়া বিজ্ঞ ধুনট থানা আমলী আদালতে মো রাসেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আগাম জামিন নিতে গিয়ে ৯ এপ্রিল বুধবার বগুড়া জেলা আদালতে কাস্টরিতে গ্রেফতার হন শেহুলাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে শাহাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ রাসেল (৩২)
ইয়াভা খাওয়ানোর মামলার ৩০৭/৩২৮ ধারার আসামি রাসেলকে বগুড়া জেলা কারাগারে প্রেরন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিজ্ঞ ধুনট আমলী আদালত ও জেলা আদালত।