
শতসহস্র উনুনের আগুন জ্বালাতে যেমন একটিমাত্র দিয়াশলাই কাঠির বারুদই যথেষ্ট, তেমনি একজন আদর্শ শিক্ষকই হতে পারেন লক্ষ প্রাণের প্রেরণার উৎস। কারন প্রেরণা হলো একটি মানসিক চালিকা শক্তি যার কারণে মানুষ একটি উদ্দীষ্ট লক্ষ্য অর্জনের জন্য সক্রিয় হয়ে ওঠে। একজন ভালো শিক্ষক শুধু জ্ঞানের উৎসই নন, একজন ভালো বন্ধুও। যে শিক্ষক চোখ দেখে মনের কথা বুঝতে পারেন, যে শিক্ষক প্রচন্ড মন বিষন্নের সময় মাথায় হাত ভুলিয়ে দিয়ে চোখের পানি মুছে দিতে পারেন, যে শিক্ষক প্রেরণার গল্প শুনিয়ে বিশ্বের সবচেয়ে সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে পারেন তিনিই হলেন চরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন সরকার।
শিক্ষক আল আমিন স্যারের ধমনিতে রয়েছে বিনয় শিষ্টাচার ন্যায়পরায়ণতা উদারতা মহানুভবতা আর অন্তরে রয়েছে ছাত্রছাত্রী ও তরুনদেরকে ভালবাসার বিশালতা। তার স্নেহ ও মমতার গভীরতা পরিধিহীন বিশাল বিস্তৃত।
বর্তমান ছাত্রছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীরা সিরাজগঞ্জ জেলা সংবাদকে বলেন চরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন সরকার আমাদের তথা তরুন ও যুবকদের অত্যন্ত প্রিয় এবং অসাধারণ একজন স্যার। স্যার আল আমিন সরকারের ব্যক্তিত্বে রয়েছে মানুষকে কাছে টানার প্রবল আকর্ষণীয় ক্ষমতা এবং তার স্নেহে রয়েছে নিবিড় মুগ্ধতা। একজন আদর্শ শিক্ষক হিসাবে একদিকে যেমন তার রয়েছে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাপক সক্ষমতা অন্যদিকে রয়েছে অনুপ্রেরণা শক্তির প্রখর ক্ষমতা। পথভুষ্ট বেপরোয়া ঝরে পড়া তরুন যুবক শিক্ষার্থীদের অভিষ্ট লক্ষে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। যারা বড় হতে চায় কিন্তু স্বপ্ন দেখেনা, যারা সফল হতে চায় কিন্তু সফলের জন্য সময়কে মূল্যায়ন করে না সেইসব শিক্ষার্থীকে বিদ্যাপীঠ কখনো বা পথ ঘাট প্রান্তরে তাদের মস্তিষ্কে প্রেরণ করেন অনুপ্রেরণা শক্তি। সফল মানুষ হওয়ার স্বপ্ন বীজ রোপণ করেন প্রতিটি শিক্ষার্থীর অন্তরে। এভাবেই হাজার হাজার শিক্ষার্থী তরুন যুবকদের সফল করে গড়ে তোলার অভিষ্ট লক্ষে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছেন চরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন সরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক চরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সিরাজগঞ্জ জেলা সংবাদকে বলেন শিক্ষক আল আমিন স্যার আমাদের মানসিকতা ও জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করেছে, জীবনকে সমৃদ্ধি ও উন্নত করতে পুর্ব থেকেই জীবন সংগ্রামের দুর্গম পথ পাড়ি দেওয়ার সাহস শক্তি বাতলে দিয়েছে। রঙিন ছায়ার পরিবর্তে পৃথিবীকে বাস্তব ছায়ায় দেখতে শেখিয়াছে। আল আমিন স্যার শুধু আমাদের পাঠ্যপুস্তক শেখানোতে সীমাবদ্ধ ছিলেন না, জীবনে চলার পথে কি প্রয়োজন তা তিনি বাস্তবে অনুধাবন করার পরিক্ষা নিয়েছেন,তিনি শুধু আমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করেনি বাস্তব কঠিন সংগ্রাম জীবনের জন্য প্রস্তুত করতে শিখিয়েছেন, তার শেখানোর প্রভাব আমাদের জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে বিস্মিত করে। রঙিন মোহে পড়ে কখনো কখনো জীবন সম্পর্কে হতাশ হয়ে গেলেও তার অনুপ্রেরণাগুলো ছায়া হয়ে সাড়া দেয় প্রতিনিয়ত।
নিউজটি তথ্যের ভিত্তিতে আরো সংযোজন বিয়োজন হতে পারে।