
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর ) সন্ধ্যা ৭ টায় ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আক্রমণকারী শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে একদল যুবক।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন কয়ড়া পশ্চিম পাড়া মৃত বেলাল হোসেনের ছেলে বকুল(৩৫) সাবানের ছেলে সোহাগ(২৫) সাফির ছেলে রাহিম(১৯) মৃত শাহার উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও (২৫) পাশার ছেলে সিয়াম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শাহ সুফি আলী হোসেন চিশতির ওরশ চলাকালে লোকজন অনুষ্ঠানের দিকে যাচ্ছিলেন। শিয়ালের কামড় খাওয়া বকুল বলেন আমি সন্ধার পরে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম হঠাৎ ধানক্ষেত থেকে একটি শিয়াল বের হয়ে এসে আমাকে হাতে ও পায়ে কামড় বসিয়ে দেয়। শেয়ালের কামড় খাওয়া সোহাগ বলেন আমিও রাস্তাধরে যাচ্ছিলাম হঠাৎ কুকুরের মত দেখতে একটি শিয়াল বেরিয়ে এল, আমি মুখ দিয়ে ছাই ছাই বললে সে আমার দিকে তেড়ে আসে, অবস্থা বেগন্তিক দেখে আমি শিয়ালের গলা চেপে ধরি কিন্তু শিয়ালের পা গুলো আগলা থাকায় পা দিয়ে খামছাতে থাকে,ভাবলাম পাসহ গলা ধরে আছাড় মারব, তাই একহাত ছেড়ে দিয়ে পা ধরতে গেলে উলটে উঠে আমাকে বিষম জোরে কামড় বসিয়ে দেয়। আর ছাড়ে না, বহু চেষ্টা করেও শিয়ালকে আমার হাত থেকে ছাড়াতে পারিনি। পরে লোকজন লাঠি নিয়ে আসলে ছেড়ে পালিয়ে যায়।
নজরুল রাহিম সিয়াম বলেন আমাদেরকে ঠিক একইভাবে আক্রমণ করেছে এবং কামড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত এক চিকিৎসক বলেন, রাত আনুমানিক ৮ টার দিকে শিয়াল আক্রমণ করে কয়েকজন আহত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছে। কি কারনে শিয়াল মানুষকে কামড়ায়? এমন প্রশ্নের জবাবে প্রানীসম্পদ বিশেষজ্ঞ এক কর্মকর্তা বলেন সাধারণত শিয়াল বাচ্চাপ্রসব অথবা মৃত মানুষের মাংশ খেলে শিয়াল এমন বেপরোয়া হয় এবং আক্রমন করে।