
রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে ভিজিডি ৪০ বস্তা চাল জব্দ
।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়নে ভিজিডি ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে রায়গঞ্জ সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজ।
জানা যায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নে প্রতি মাসের ন্যায় ২৩ মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় হত দরিদ্রদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করছিলো।
উভয় পক্ষের যোগসাজশে কিছু অসাধু স্থানীয় চাল ব্যবসায়ী আদিত্য গ্রামের মোঃ সাইদ হোসেনের ছেলে জাকারিয়া ব্যবসায়ী কামরুল নাভু ও সবুজ সংগবদ্ধ ভাবে কার্ডধারীদের নিকট থেকে স্বল্প মূল্যে প্রায় ৪০ বস্তা চাল ক্রয় করে স্থানীয় শালিয়াগাড়ি বাজারে অসাদু চাল ব্যবসায়ীদের ভাড়া করা ঘরে রেখে দেয়। চক্রটির অবৈধ কর্মকান্ডে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪০ বস্তা ভিজিডি চাল জব্দ করে। পরে এই চাল গুলো ধামাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাইসুল ইসলাম সুমনের জিম্মায় রেখে দেয়। সরকারী চাল ক্রয় বিক্রয়ের এমন কোন নিয়ম নীতিমালা না থাকলেও অসাধু নিন্দুক ব্যবসায়ীদের হিম্মত দিন দিন বেড়েই চলছে। এ বিষয়ে সহকারী ভূমি কমিশনার তানজিল পারভেজ বলেন জব্দকৃত ভিজিডি চাল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে জানা যায় উপজেলা নির্বাহী অফিসার তদন্ত সাপেক্ষ এর ব্যাবস্থ গ্রহণ করবেন।