
সময় টিভির সম্প্রচার বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা।
মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার বাংলামোটরের বীর উত্তম সি আর দত্ত রোডে অবস্থিত সময় টিভির অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রতিষ্ঠানটির কর্মীরা বলেন, “সময় টিভির সম্প্রচার বন্ধের পেছনে নিরাপত্তাহীনতার কোনো প্রকৃত প্রমাণ নেই। এমনকি বেতন বৈষম্যের বিষয়টিও সত্য নয়।”
মানববন্ধনে সময় টিভির সিনিয়র সাংবাদিক মোস্তফা হোসেইন বলেন, “গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছে যারা, তারাই স্বাধীন গণমাধ্যমের শত্রু। সময় টিভি যদি বন্ধ হয়ে যায়, তাহলে প্রায় এক হাজার সংবাদকর্মী ও তাদের পরিবারের রুজি-রুটি হুমকির মুখে পড়বে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, শিগগিরই সময় টিভির সম্প্রচার চালু করা হোক।
সময় ডিজিটালের সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনচার্জ মারুফুর রহমান বলেন, “আদালতের এক বেঞ্চে বিচারাধীন বিষয়ে তথ্য গোপন করে অন্য বেঞ্চে রিটের মাধ্যমে এক দিনের মধ্যে সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এবং কার্যকর করা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ। এই নিষেধাজ্ঞা নতুন বাংলাদেশে গণমাধ্যমের মুক্ত স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ। আদালতের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার এবং দ্রুত সম্প্রচার চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “সম্প্রচার বন্ধের পেছনে নিরাপত্তাহীনতার কোনো নিশ্চিত তথ্য না থাকার পরও প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। এভাবে একটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়ায় স্বাধীন দেশের স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে।”
সময় টিভির সিনিয়র কর্মী মুহাম্মদ ইয়াসিন সুমিত বলেন, “একটি দল বেতন বৈষম্যের কথা বলে সময় টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে, আমি তাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে কোনো বেতন বৈষম্য নেই। এছাড়া এখানে কখনো বেতন অনিয়মিত ছিল না; এখনও নেই।