
৪০ দিনের হজ্ব পালন করতে সৌদি আরব যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়। পবিত্র হজ পালন করতে আজ সোমবার সৌদি আরব যাবেন। ১৯ মে সোমবার কাবা হজ্ব গ্রুপ এজেন্সীর একটি সুত্র থেকে জানা যায় ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৫২৭) এ আবুল কালাম আজাদ হৃদয় আজ রাত ৩.৪৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, বাংলাদেশ সময় রাত ৩টা ৪৫ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দিয়ে সকাল ৭.৪৫ মিনিটে জেদ্দা সৌদি আরব বিমান অবতরণ করবেন। এবং মক্কায় ১৫ দিনের ওমরা শেষে ঈদের পরে হজ্বের উদ্দ্যেশে মদিনায় রওনা হবেন।
সৌদি আরবে ৪০ দিনের সফর শেষে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি (৩৮২২) এ ২৯ জুন বাংলাদেশ সময় ৬.৪০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এবং বাংলাদেশ সময় বিকাল ৪.২৫ মিনিটে বাংলাদেশে পৌছার কথা রয়েছে।